COVID-19-Triggered Rare Mucormycosis Infection: কোভিড থেকে সুস্থ হলেও প্রাণ কাড়ছে ছত্রাক সংক্রমণ

LatestLY Bangla 2020-12-16

Views 4

করোনাভাইরাসের থাবা থেকে মুক্তি পেলেও, শরীরের কোনও অঙ্গের ক্ষতি হয়ে যেতে পারে আপনার সারা জীবনের জন্য। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা এমনটাই দাবি করছেন, করোনা থেকে সেরে উঠলেও ফাঙ্গাল ইনফেকশনে জেরবার হচ্ছেন রোগীরা। ১৪ ডিসেম্বর হাসপাতালের তরফে জানানো হয়, ছত্রাক সংক্রমণের জন্য সারাজীবনের জন্য কোনও রোগী দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলতে পারেন। গত ১৫ দিনে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চক্ষু বিভাগে এমন ১৩ জন রোগী এসেছেন, যারা ছত্রাক সংক্রমণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৫০ শতাংশের কাছাকাছি মানুষ সারাজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS