WB syllabus for class-XI slashed: কোভিডের কাঁটায় কমল একাদশ শ্রেণির সিলেবাস

LatestLY Bangla 2020-12-10

Views 3

করোনার থাবায় প্রায় ১০ মাস হল বন্ধ স্কুল কলেজ। দুধের স্বাদ ঘোলে মেটাতে এখন অনলাইন ক্লাস চলছে। তবে তাতেও পড়ুয়ারা ঠিকঠাক পঠনপাঠনের মধ্যে রয়েছে কি না তানিয়ে অভিভাবকরাও সন্দিহান। সামনে বোর্ডের পরীক্ষা থাকলে সেসব পড়ুয়ার বাবা-মায়েদের চিন্তার অন্ত নেই। এদিকে দিন যত যাচ্ছে ততই করোনা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে। ডিজিটাল ইন্ডিয়ার রমরমা বাড়লেও এখনও বহু প্রান্তিক পরিবারে ইন্টারনেট সংযোগ দূরের কথা, নেই একটা স্মার্টফোনও। তাই সব পড়ুয়ারা অনলাইন ক্লাসের সুযোগ পাচ্ছে না।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS