Mamata Banerjee at Oxford Union Debate: স্থগিত অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভা, বক্তব্য রাখতেন মমতা

LatestLY Bangla 2020-12-02

Views 2

অক্সফোর্ড ইউনিয়নের (Oxford Union Debate) বিতর্কসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ভার্চুয়ালি বিতর্ক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই বছরের জুলাইয়ে বিতর্কসভায় বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছিলেন এবং তা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। দুপুর আড়াইটায় বাংলার আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে ভার্চুয়াল বিতর্ক সভা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প মুখ্যমন্ত্রী তুলে ধরবেন বলে সূত্রের খবর। ২ ডিসেম্বর দুপুর আড়াইটা নাগাদ বক্তব্য রাখার সময় স্থির হয়, কিন্তু শেষ মুহূর্তে স্থগিত করা হয় অনুষ্ঠান।

#OxfordUnionDebate #MamataBanerjee #LatestLYBangla

Share This Video


Download

  
Report form