Chennai Cop Chases Thieves On Bike Wath Viral Video In Bengali: এ কোনও সিনেমার দৃশ্য নয়! বাস্তবে এমনই ঘটনা ঘটেছে চেন্নাইয়ে, যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাইক এবং একাধিক মোবাইল ছিনতাই করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল চোর। চেন্নাইয়ের পুলিশ কমিশনার মাহেশ আগরওয়াল সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। ২৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মোটরবাইকে দু\'জন সওয়ারি বসে রয়েছে-হুডি, ফেস মাস্ক এবং হেলমেট পরে থাকার জেরে কাউকেই চেনা দায়। সেই বাইকটিকেও ধাওয়া করতে গিয়ে পিছনের বাইকটি এসে জোরাল ধাক্কা মারে সামনের বাইকটিকে।
#ChennaiCopChasesThieves #ChennaiViralVideo #LatestLYBangla