Cyclone Nivar: তুমুল বৃষ্টিতে ছাড়খাড়, নিভারের অপেক্ষায় কাঁপছে তামিলনাড়ু এবং পদুচেরি

LatestLY Bangla 2020-11-25

Views 4

Cyclone Nivar In Bengali: গভীর নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকে তুমুল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। মৌসম ভবন জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়ে নিভার (Cyclone Nivar) মমল্লাপুরম এবং কারাইকলের মাঝে বুধবার রাতের দিকে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিভার আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরিতে বৃষ্টি শুরু হয়েছে।

#NivarCyclone #Tamilnadu #LatestLYBangla

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS