শুরু হচ্ছে আইএসএল ২০২০ (ISL 2020)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)-এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোয়ায় উদ্বোধনী ম্যাচে খেলবে এই দুটি দল। গতবারের ৯৫টি ম্যাচের পরিবর্তে এই মরশুমে মোট ১১৫টি ম্যাচের আয়োজন করা হয়েছে। লিগ তালিকায় শেষ ৪টি টিম পৌঁছবে প্লে অফে। শুক্রবার গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু আইএসএল সিজন সেভেন।
#ISL202021 #ATKMBVsKB #LatestLYBangla