Khushbu Sundar In An Accident In Bengali: অভিনয়ের দুনিয়া থেকে রাজনীতিতে পা, তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি বিজেপি নেত্রী খুসবু সুন্দর। ২০২০-র অক্টোবরে বিজেপিতে যোগ দেন খুসবু। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার জেরে খুসবুর গাড়ি ক্ষতিগ্রস্থ হয়, সেই ছবিও টুইট করে জানান খুসবু। একটি ট্রাক বিজেপি নেত্রীর গাড়িকে পিষে দিয়ে যায়, পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি গাড়ি থেকে বাইরে রীতিমত ঝাঁপ দিয়ে বেরিয়ে আসেন খুসবু।
#KhushbuSundarAccident #TamilnaduAssemblyElection2021 #LatestLYBangla