Soumitra Chatterjee Dies, The Late Actor\'s Top Movies: দীর্ঘ ৪০ দিনের দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত (Passes Away) হলেন বর্ষীয়াণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Actor Soumitra Chatterjee)। ১৫ নভেম্বর বেলা ১২ টা বেজে ১৫ মিনিটে বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৮৫ বছরের সৌমিত্রবাবু। মৃত্যুর সঙ্গে তিন পাত্তি খেলতে খেলতে ক্লান্ত চোখে চিরনিদ্রায় গেলেন বাংলার প্রবাদপ্রতিম শিল্পী। পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে বড় পর্দায় তাঁর আবির্ভাব। দেখে নেওয়া যাক সৌমিত্রর জীবনের সেরা কিছু ছবি।
#SoumitraChatterjeeDies #SoumitraChatterjeesMovieList #LatestLYBangla