IPL 2020 in Bengali: পাঁচবারের জন্য মুম্বই ইন্ডিয়ান্স (MI) দখল করল আইপিএলের খেতাব। দুবাইয়ের (Dubai) মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ স্কোর নিজেদের খাতায় দিল্লি (Delhi)। পরে মুম্বই ব্যাট করতে নেমে ৫ ওভারে ১৮.৪ ওভারেই নির্ধারিত রান তুলে নেন। ম্যাচের সেরা মুম্বই হলেও একাধিক খেলোয়াড় ছিনিয়ে নিলেন সেরার সেরা পুরস্কার। দেখে নিন সেই তালিকা।
#IPL2020Awards #IPL2020Winner #LatestLYBangla