Diwali 2020 Date And Puja Muhurat: দীপাবলি কেন পালিত হয়? জেনে নিন তারিখ, নির্ঘণ্ট

LatestLY Bangla 2020-11-09

Views 14

দীপাবলি বা দিওয়ালি (Deepabali 2020) হল একটি পাঁচ দিন-ব্যাপী হিন্দু উৎসব। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরস অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। দীপাবলি\" নামটির অর্থ \"প্রদীপের সমষ্টি\"। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোটো মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে লক্ষ্মী আসেন বলে হিন্দুরা বিশ্বাস করেন।

#Diwali2020Date #Diwali2020PujaMuhurat #LatestLYBangla

Share This Video


Download

  
Report form