প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি? (Mukesh Ambani) ইতিমধ্যেই এই খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহুল শেয়ার হওয়া টুইটে জানা গিয়েছে মুকেশ আম্বানির ৩০ কেজি ওজন কমেছে। এমনকী, এখন লন্ডনে তিনি লিভার প্রতিস্থাপনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাধারণ জনগণ সেই টুইট মুড়ি মুড়কির মতো শেয়ার করে চলেছে। এবং বার বার জানতে চাইছে এই খবর সত্যি, না কি ভুয়ো? হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই ছড়িয়েছে যে প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মুকেশ আম্বানির অস্ত্রোপচার হয়েছে নিউইয়র্কের সোলান কেটারিং হাসপাতালে। লন্ডনে তাঁর লিভার প্রতিস্থাপন হয়েছে।
#MukeshAmbaniSufferingFromPancreaticCancer #MukeshAmbaniFakeNews #LatestLYBangla