Baba Ka Dhaba: ইউটিউবার গৌরব ওয়াসানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদ

LatestLY Bangla 2020-11-02

Views 0

এবার ইউটিউবার গৌরব ওয়াসানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনলেন দক্ষিণ দিল্লির মালব্য নগরের জনপ্রিয় হোটেল বাবা কা ধাবার (Baba Ka Dhaba) মালিক কান্তা প্রসাদ। রবিবার এই তথ্য জানায় পুলিশ। লকডাউনে যে কীভাবে ব্যবসা মার খেয়েছে তার বিশদ বিবরণ সোস্যাল মিডিয়ায় জানিয়েছেন বছর আশির কান্তা প্রসাদ। যা জেনে চোখের জল ধরে রাখতে পারেনি নেটিজেনরা। এই ঘটনাই বাবা কা ধাবা-কে জনমনে জনপ্রিয় করেছে। ইউটিউবার গৌরব ওয়াসানই কান্তা প্রসাদের একটি সাক্ষাৎকার নেন। তাঁর সংগ্রামের দিনগুলি ঠিক কেমন ছিল, সে বিষয়েই বিশদে জানিয়েছিলেন কান্তা।

#BabaKaDhaba #YouTuberGauravWasan #LatestLYBangla

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS