গত একবছরে লাগামছাড়াভাবে বেড়েছে আলু (Potato), পেঁয়াজ-সহ (Onions) সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। গত একবছরে আলুর দাম বেড়েছে ৯২ শতাংশ এবং পেঁয়াজের দাম বেড়েছে ৪৪ শতাংশ। পাইকারি বাজারেও পণ্যদ্রব্যের দাম বেড়েছে লাগামছাড়াভাবে, এরজেরে সাধারণ মানুষের ভাঁড়ারে পড়েছে টান। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পাইকারি বাজারে প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম ১০৮ শতাংশ, গত অক্টোবরে কুইন্টাল প্রতি দাম ছিল ১,৭৩৯ টাকা, চলতি বছরে তা ৩,৬৩৩ টাকা।
#PotatoRateshigher #OnionsPrice #LatestLYBangla