রোমান্টিক হিরো থেকে খেলার কোচ! সব চরিত্রেই পারদর্শী-তুখর অভিনয়ে বারবার চমক দিয়েছেন শাহরুখ খান। শাহরুখ শুধু অভিনেতা নন, তিনি হলেন বলিউডের কিং-বাদশা। দিল্লি থেকে চোখে স্বপ্ন নিয়ে আর ৫টা ছেলের মত মুম্বই উড়ে এসেছিলেন শাহরুখ; ৮০-র দশকে টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে শুরু করেছিলেন কেরিয়ার। এরপর ধীরে ধীরে বড় পর্দায় পা রাখার চেষ্টা এবং ১৯৯২ সালে দিওয়ানা ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পুরোপুরি পা রাখেন এসআরকে, তারপর বাকিটা ইতিহাস।
#ShahrukhKhanMovies #ShahrukhKhanMovieSongs #LatestLYBangla