ঈদ-ই-মিলাদ-উন-নবি (Eid-E-Milad-Un-Nabi) হল শেষ নবির জন্মদিন হিসেবে মুসলমানদের পালিত একটি উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। সুফি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরাই এই উৎসবটি উদযাপন করেন। চলতি বছরে ৩০ অক্টোবর দিনটি পালন করা হবে ঈদ-ই-মিলাদ-উন-নবি। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন বিশ্ব নবি দিবস আবার ফতেহা দোয়াজ দহম ও ১২ রবিউল আওয়াল নামেও পরিচিত।
#EidEMiladUnNabi2020 #LatestLYBangla