Yellow Turtle Found In West Bengal: বর্ধমানের পুকুরে মিলল হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ

LatestLY Bangla 2020-10-29

Views 18

মাঝদুপুরে বর্ধমানের এক পুকুরে মিলল গাঢ় হলুদ রঙের কচ্ছপ (Yellow Turtle)। এই কচ্ছপ দেখার পরেই ছবি তুলে নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন বর্ধমানের বনদপ্তরের কর্তা দেবাশিস শর্মা। ছবি শেয়ারের পাশাপাশি বর্ণনায় তিনি লিখেছেন, এমন হলুদ রঙের দুর্লভ কচ্ছপ সাধারণত জিনগত পরিবর্তনেই সম্ভব। কোনও রোগজনিত কারণেও এমন রং পরিবর্তন হতে পারে। এরপরেই হলুদ রঙের খোলস ওয়ালা কচ্ছপের ছবি দারুণভাবে শেয়ার হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

#YellowTurtle #LatestLYBangla

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS