Fire At Salt Lake FD Block: বিসর্জনের আগেই আগুনে পুড়ে ছাই প্রতিমা-সহ এফডি ব্লকের মণ্ডপ

LatestLY Bangla 2020-10-28

Views 3

সল্টলেক এফডি ব্লকে (Salt Lake Pujo Pandal) ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রতিমা-সহ মণ্ডপ। বুধবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে মণ্ডপে। মুহূর্তেই তা সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই মণ্ডপে আগুন লেগেছে। তবে যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে না। আজই ছিল এফডি ব্লকের প্রতিমার বিসর্জন, ঠিক সেদিনেই আগুন লেগে এমন ভয়াবহ ক্ষতির খবরে মুষড়ে পড়ছেন ব্লকের বাসিন্দারা। আগুন লাগার খবরে পুজো উদ্যোক্তাদের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব।

#SaltLakePujoPandal #FDBlockPuja #LatestLYBangla

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS