Calcutta HC Partially Relaxes Pandal \'No-Entry\' Order:সিঁদুরখেলায় না, ঢাকি প্রবেশে অনুমতি হাইকোর্টের

LatestLY Bangla 2020-10-21

Views 4

আবেদন খারিজ ‘ফোরাম ফর দুর্গাপুজো’-র। দর্শকশূন্যই থাকবে পুজো (Durga Puja 2020) মণ্ডপ, আগের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta HC)। তবে আজকের রায়ে কিছুটা পরিবর্তন এনেছে শীর্ষ আদালত। মণ্ডপে ঢোকার ক্ষেত্রে দেওয়া হল কিছুটা ছাড়। এবিপি আনন্দর খবর অনুযায়ী, উচ্চ আদালতের বেঞ্চ বলেছে, \"বড় পুজোয় প্রবেশের জন্য ৬০ জনের তালিকা বানাতে হবে। ৬০ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন। ৩০০ বর্গ মিটারের কম মাপের মণ্ডপের জন্য ১৫ জনের তালিকা। ১৫ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন ১০ জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ আপডেট করা যাবে।\" বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে মণ্ডপর বাইরে থাকতে পারবেন ঢাকিরা। সিঁদুর খেলাতেও অনুমতি দিল না আদালত।

#DurgaPuja2020 #DurgaPujaVerdictCalcuttaHighcourt #LatestLYBangla

Share This Video


Download

  
Report form