মুম্বইয়ের দুর্গোৎসব মানে অবশ্যই সংগীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের (Singer Abhijeet Bhattacharya) বাড়ির পুজো। লেখন্ডওয়ালার এই খ্যাতনামা দুর্গাপুজোকে ঘিরে মুম্বইয়ের বাঙালিরা চারটে দিন হই হুল্লোড়ে মাতে। তবে এবার বাণিজ্যনগরী একেবারে মৃয়মান। লোখান্ডওয়ালার দুর্গোৎসবও নেই এবছর। অন্যদিকে খুবই ছোট করে ঘরোয়াভাবে পুজো করবে মুখার্জি বাড়ির পুজো। অন্যদিকে কোয়েল মল্লিক বাড়ির পুজোও হচ্ছে একেবারে ছোট করে।
#MallickBarirPuja2020 #MukherjeeBarirPuja #LatestLYBangla