করোনা-আবহে লকডাউনের পর আনলক পর্ব শুরু হয়েছে দেশজুড়ে, তবে সংক্রমণের সংখ্যা এখনও নিয়ন্ত্রণের বাইরে। সংক্রমণ রুখতে মহারাষ্ট্রে এখনও বন্ধ রয়েছে একাধিক মন্দির, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই বিষয়টি নিয়েই আক্রমণ করেন রাজ্যপাল ভগত সিং। এই বাকযুদ্ধ নিয়েই বেজায় চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah On Bhagat Singh)।
#AmitShahOnBhagatSingh #AmitShahOnJagdeepDhankhar #LatestLYBangla