সপরিবারে দুর্গাপ্রতিমার ডানদিকে ঠিক গণেশের পাশে লাল পেড়ে সাদা শাড়িতে ঘোমটায় ঢাকা কলা গাছ দেখতে পাওয়া যায়। কলা বউ কিংবা গণেশের স্ত্রী নামে পরিচিত এটি আদতে \'নবপত্রিকা\', গণেশের জননী মা দুর্গা। আক্ষরিক অর্থে নবপত্রিকার আক্ষরিক অর্থ ন\'টি পাতা, তবে ন\'টি গাছ নিয়ে নবপত্রিকা তৈরি করা হয়। এই ন\'টি গাছ মা দুর্গার নয় শক্তির প্রতীক, এরমধ্যে রয়েছে- কদলী বা রম্ভা ( কলা গাছ ), কচু, হরিদ্রা ( হলুদ ), জয়ন্তী , বিল্ব( বেল ), দাড়িম্ব ( দাড়িম ), অশোক,মান ও ধান। সপত্র কলাগাছের সঙ্গে অপর আট টি সপত্র গাছ একসঙ্গে দুটি বেলের সঙ্গে অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে ঘোমটা দিয়ে নতুন বউয়ের আকারে সাজানো হয়।
#DurgaPuja2020 #Nabapatrika #LatestLYBangla