Pakistan| Protest Against PM Imran Khan: পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ফুঁসছে পাকিস্তান

LatestLY Bangla 2020-10-19

Views 2

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ক্ষোভের পারদ ক্রমশ বাড়ছিল। সাধারণ মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই ৯টি রাজনৈতিক দল মিবে গঠিত পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট জনসমাবেশ করে ১৬ অক্টোবর। পঞ্জাব প্রদেশের লাহোরের কাছে গুজরানওয়ালা স্টেডিয়ামের এই জনসমাবেশ থেকেই ইমরান খান সরকারের পতনের ডাক উঠল। হাজার হাজার মানুষ সেই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। পাকিস্তানের তিনটি প্রধান বিরোধী দল নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ, পাকিস্তান পিপলস পার্টি ও জমিয়েত উলেমা-ই-ইসলাম-ফাজি হাজির ছিল এই বিক্ষোভ সমাবেশে।

#PakistanProtest #ImranKhan #LatestLYBangla

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS