সংবাদমাধ্যমে মিথ্যা বয়ান দিয়েছেন প্রতিবেশী। তা নিয়ে পদক্ষেপ করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে চিঠি লিখে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘মিথ্যা বয়ান দিয়ে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন ওই প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’
#RheaChakrabortyGetsBail #SushantSinghRajputMurderCase #LatestLYBangla