উত্তরপ্রদেশের দেওরিয়ার উপনির্বাচনে ধর্ষণে অভিযুক্ত নেতাকে কেন প্রার্থী হিসেবে নির্বাচন? দলের অভ্যন্তরীণ বৈঠকে এই নিয়ে প্রশ্ন তোলায় হেনস্থার শিকার এক মহিলা কর্মী। অভিযোগ, দলের প্রার্থীকে প্রশ্ন তোলায় উল্টে ওই মহিলা কর্মীর সঙ্গে অভব্যতা শুরু করেন পুরুষ কংগ্রেস কর্মীরা৷ হাতরস ধর্ষণ কাণ্ড নিয়ে যখন যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, তখন সেই উত্তর প্রদেশেই এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে কংগ্রেস নেতারা৷
#CongressWorkerBeatenUp #LatestLYBangla