বিজেপির (BJP) নবান্ন অভিযানের সময় বলবিন্দর সিং নামে এক শিখ ব্যক্তির পাগড়ি খুলে যায়। তা নিয়ে চলে রাজনৈতিক চাপানউতোর। পাগড়ি-বিতর্কে এবার টুইট করে স্বরাষ্ট্র দফতর। টুইটে জানায়,'বাংলায় শিখ ভাইবোনেরা শান্তিতে আছেন। আমরা তাঁদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি। সম্প্রতি বেআইনি বিক্ষোভে একটি ঘটনা ঘটে। বেআইনি অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হচ্ছে। নির্দিষ্ট স্বার্থে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে। সংকীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রং দিচ্ছে একটি রাজনৈতিক দল। বাংলা এটা বিশ্বাস করে না। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার পূর্ণ শ্রদ্ধাশীল।'