আকাশের দিকে চোখ মেলে তাকালেই ভেসে রংবেরঙের খেলা, এবার আকাশে তাকালেই চোখে পড়ে যেতে পারে মঙ্গল। অক্টোবর মাস জুড়েই পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করবে মঙ্গল গ্রহ। অতীতে কবে দেখেছি এবং ভবিষ্যতে কবে এমন দৃশ্য দেখা যাবে; তা হিসেব-নিকেশ করে বলা যাবে না। অক্টোবর মাসে সারারাত জুড়েই আকাশে দেখা মিলবে এই গ্রহের, মাঝরাতে আকাশের মাঝখানে ভেসে উঠবে মঙ্গল।