দুই ছেলে-বৌমার সংসারে ব্রাত্য! সাহায্যের হাত দেবের

ANM News 2020-08-28

Views 1

দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: দুই ছেলে বৌমা নিয়ে ভরা সংসার থাকা স্বত্বেও পরিচারিকার কাজ করে ভাঙাচোরা একচিলতে মাটির বাড়িতে দিন কাটছে ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধা উষা দোলইয়ের। উষা দেবীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ৯ নং ওয়ার্ড রামগঞ্জ গ্রামে। স্বামী অনেকদিন আগেই মারা গেছে। দুই ছেলে থাকলেও দেখে না তারা উষা দেবীকে, এমনই অভিযোগ তার। বাধ্য হয়ে পাশের গ্রামের এক বাড়িতে পরিচারিকার কাজ করে দিন কাটান উষা দেবী।
মাটির বাড়ির চারিদিকে ফাটল ধরেছে। যেকোনও সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। তাতেই ঝুঁকি নিয়ে বসবাস করেন। সরকারি সাহায্য বলতে মাসিক বার্ধক্য ভাতা, বিনামূল্যে রেশনের চাল কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে ওই বাড়িতে। বারবার স্থানীয় শাসকদলের নেতাদের বললেও কেউ কর্নপাত করেননি ওই বৃদ্ধার কথায়। টানা নিম্নচাপের বৃষ্টি হয়েছে এমনকি এর আগে বয়ে গেছে আমফান ঝড়।তাতেও চোয়াল শক্ত করে ওই বাড়িতেই একা কাটিয়েছেন উষা দোলই। যাদের বাড়িতে পরিচারিকার কাজ করেন তাদের মুখে শুনেছেন দেব নাকি তার লোকজন পাঠাবে পরিস্থিতি খতিয়ে দেখে সাহায্য করার জন্যে। ওই বাড়ির এক মেয়ে অনুসুয়া সরকার উষা দেবীর পরিস্থিতির বিবরণ দিয়ে গত ১৫ ই জুলাই সাংসদ অভিনেতা দেবকে ট্যুইটারে ট্যাগ করে এবং দেব ওই ট্যুইট রিট্যুইট করে মহিলার থেকে বৃদ্ধার যোগাযোগ নম্বর ও ঠিকানা চান। বৃদ্ধার ফোন না থাকায় অনুসুয়া দেবী তার নম্বর দেন এবং সাথে সাথে দেবের তরফে খোঁজ নেওয়া হয় ও সমস্ত কিছু দেখে ঘাটালে তার সাংসদ প্রতিনিধিদের বলেন। স্থানীয় ওয়ার্ড কোঅরডিনেটর তথা ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রামপ্রসাদ রায় দেবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সরকার বা দলের তরফে যে কিছু করা হয়নি তা অস্বীকার করেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS