নিকাশি ব্যবস্থা বেহাল, পৌরসভার প্রশাসককে দাবি জানিয়ে বিক্ষোভ

ANM News 2020-08-26

Views 0

সুমিত ঘোষ, মালদাঃ শহরের অপরিচ্ছন্নতা, বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক অভিযোগ তোলে ইংরেজবাজার পৌরসভা অভিযানে ৪ নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটি। বুধবার দুপুরে বামফ্রন্ট কর্মীরা মিছিল করে এসে ইংরেজবাজার পৌরসভার মূল ফটকের সামনে হাজির হয়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ এর হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়।

অভিযোগ অল্প বৃষ্টিতেই জলমগ্ন ৪ নম্বর ওয়ার্ডের সিঙ্গাতলা সহ বিভিন্ন এলাকা। দুর্গন্ধ পচা জমা জল উপচে পড়ছে রাস্তায়। বেহাল নিকাশি ব্যবস্থা বেহাল রাস্তা ঘাট। অথচ এই বিষয়ে পৌরসভার কোনো ভ্রুক্ষেপ নেই। এই সব অভিযোগ তুলে এবং সমস্যার সমাধানে ইংরেজবাজার পৌরসভার প্রশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় ৪ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। যদিও বিষয়গুলি খতিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS