২৪ ঘন্টারও বেশী সময় ধরে হাসপাতালের সামনেই মৃতদেহ ফেলে রাখার অভিযোগ উঠলো ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতা কাশীনাথ বোস। কী কারণে মারা গিয়েছে, আত্মীয় আছে কিনা তাও জানা যায়নি। যদিও সংবাদ মাধ্যম ঢোকার আগেই সেই মৃতদেহ গ্রামীন হাসপাতালের ক্যাম্পাসে সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজেপি নেতার অভিযোগ প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও মৃতদেহ হাসপাতালের সামনে পড়ে রয়েছে। পরে যদি ওর রিপোর্ট পজিটিভ আসে, তাহলে কতজনের সংক্রমণ হবে কেউ জানে না। এই ব্যাপারে উদাসীন প্রশাসন। অপরদিকে গুজরাত থেকে অ্যাম্বুলেন্স করে বাড়ি ফেরার পরেই মৃত্যু হয়েছে আরেক ব্যক্তির। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধাকান্তপুর এলাকায়। তারও মৃতদেহ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শ্বাসকস্টে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তাই এই দুটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।