সব প্রতিশ্রুতি মিথ্যে, রুগ্ন বাঁশের সাঁকোই ভরসা

ANM News 2020-08-16

Views 2

যাতায়াতের একমাত্র ভরসা রুগ্ন বাঁশের সাঁকো, সংস্কারের দাবি তুললেন গ্রামবাসীরা। সরকার পরিবর্তন, শাসক পরিবর্তন হয় ঘোচে না দূর্দশা। বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর গ্রামের ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের দাবী, বাম আমল থেকে বর্তমান সরকার সকলের কাছ থেকে মিলেছে প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি । তাই বর্ষার সময় আতঙ্ককে সঙ্গী করেই স্থানীয় বাসিন্দাদের, যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা । তবে দিনের বেলায় যাতায়াত করলেও রাতের অন্ধকারে যাতায়াত আরো কঠিন হয়ে পড়ে। এই সাঁকো দিয়েই আতঙ্কের পারাপার করেন নাথপাড়া, সমাজপতিরা, আমবাগান সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবী, স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি । সাঁকো পার হতে গিয়ে অনেকেই চোট পেয়েছেন কিন্তু তার পরেও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রতিনিধিদের টনক নড়েনি বলে দাবী এলাকাবাসীদে। তাই যাতায়াত করার জন্য নিজেরাই বাঁশের সাঁকোটি সংস্কার করে যাতায়াত করার মত করেছেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS