গ্রামে ঢুকেছে দাঁতাল! সকাল সকাল পালাচ্ছে মানুষ

ANM News 2020-08-13

Views 1

খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়লো দাঁতাল। ঘুম থেকে উঠে ঘরের সামনে দাঁতাল হাতিটিকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি বৃহস্পতিবার সাঁকরাইল ব্লকের বাঁকড়া গ্ৰামে ঘটে।
খাবারের সন্ধানে গজরাজ জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। বাঁকড়া গ্ৰামের মধ্যে এদিক ওদিক দাপিয়ে বেড়ায়। বাজারে একটি ফলের দোকানের দরজা ভেঙে কিছু ফলাহার করে। পাশেই একটি ধানের গোলার শাটার ভেঙে ধান খায়। বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রাণভয়ে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। দাঁতালটিকে গ্রামবাসী ও বনকর্মীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রুটমার্চ করার পর অবশেষে জঙ্গলে ফিরে যায়। গ্রামবাসীদের কথা অনুযায়ী ওই এলাকায় আরো বেশ কিছু হাতি রয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS