বাঁকুড়া মেডিকেলে এক সিস্টার ও রোগীর কোভিড পজেটিভ। ইএনটি মেল,ফিমেল ও মেল সার্জিক্যাল ওয়ার্ডে রোগী ভর্তি বন্ধ হচ্ছে।

Bankura24x7 2020-08-05

Views 387

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ফের কোভিড হানা। এবার ইএনটি ওয়ার্ডের এক সিস্টারের কোভিড পজেটিভ হওয়ার পাশাপাশি মেল সার্জিকেল ওয়ার্ডে হার্ণিয়া অপারেশনের পর এক রোগীর করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এর পরই তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ ইএনটির মেল ও ফিমেল ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের লালারসের নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়।এবং আপদকালীন পরিস্থিতি নয়, এমন সমস্ত রোগীকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। মেল সার্জিক্যাল ওয়ার্ডেও একই ব্যবস্থা নেওয়া হবে। কেবল জরুরী চিকিৎসা প্রয়োজন তাদের আপাতত রাখে হচ্ছে। তারা স্থিতিশীল হলেই তাদের অন্যত্র স্থানান্তর করা হবে। পাশাপাশি এই তিনটি ওয়ার্ডে রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে তিনটি ওয়ার্ডের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এবং রোগী মিলিয়ে প্রায় ১০০ জনের লালারসের নমুনা সংগ্রহ পরীক্ষা করে পরীক্ষায় পাঠানো হচ্ছে। আর আক্রান্ত রোগী ও সিস্টারের নিবিড় সংস্পর্শে আসাদের চিহ্ণিত করে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS