অযোধ্যায় রাম মন্দিরের ভুমি পুজো উপলক্ষে খুশির হাওয়া দেখা গেল আসানসোলের পাটমোহনাতে। এদিন বাজনা সহকারে আবির খেলে মেতে ওঠেন রামভক্তদের। বাজি ফাটিয়ে লাড্ডু বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি প্রদীপ জ্বালানো হয়েছে। মহিলারা শঙ্খ ও বাজায়। সব মিলিয়ে রাম মন্দিরের ভুমি পুজোতে খুশি এলাকার মানুষ।