আবারো দীঘাতে 400 কেজি ওজনের বিশালা আকৃতির হাঙ্গর উদ্ধার হল মৎস্যজীবির জালে। চিল শংকর মাছের পর প্রায় 400 কিলো ওজনের বিশালাকৃতির হাঙ্গর উদ্ধার দীঘা সমুদ্র। এদিন দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে এই মাছ টা বিক্রি হয়। এই বিশাল আকৃতির হাঙ্গর মাছ কে দেখতে ভিড় জমায় আমজনতা।