#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার রাজনীতির লজ্জা! রাজনৈতিক হার্মাদদের লড়াইয়ের মাঝে পড়ে আক্রান্ত এক নাবালক কিশোর। তাকেও বেধড়ক মার খেতে হল।হাতে চোট পেল সে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী রইল জেলার ইন্দাস থানার হেয়াৎ নগর গ্রাম। গত কাল রাতে তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘর্ষ ঘটে। চলে বোমাবাজি। বাড়ী,গাড়ীতে ভাঙচুরের পাশাপাশি, মারধর করা হয় বিজেপি কর্মীদের। অভিযোগ, তাদের পরিবারের লোকজনের ওপর চড়াও হয় তৃণমূল। এবং মহিলাদের মারধরের পাশাপাশি নাবালক এক কিশোরকেও মারধরের অভিযোগ উঠে। বিজেপি এই অভিযোগ তুলেছে। অন্যদিকে, তৃণমূল তা অস্বীকারও করছে। এই অভিযোগ করা বা তা অস্বীকার করা রাজনৈতিক কুটনীতির অঙ্গ। সেই দিকে না গিয়ে আমরা বলছি যে দলেরই লোক থাকুক এই ঘটনার পিছনে, বা যে দলেরই গুন্ডা বাহিনীর সদস্য এই নাবালকের ওপর কাপুরুষের মতো হাত তুলে তার বীরত্ব জাহির করেছেন তা আমানবিক এবং অপরাধও।
যিনি এভাবে নাবালক কে মারধর করলেন তিনি যে দলেরই হোন না কেন, তার শাস্তি হওয়া উচিত। পাশাপাশি,এটাও ঠিক কোন রাজনৈতিক দলই এভাবে নাবালকদের ওপর হাত তোলার ঘটনা সমর্থন করে না। কোন দলই এমন ঘটনাকে প্রশয়ও দেয় না। তাই আমরা চাই এই দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করুক তার দলই। এবং এমন ঘটনা যেন জেলায় কোথাও না ঘটে সেই দায়িত্বও নিক জেলার রাজনৈতিক দলগুলি। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হচ্ছি। পাশাপাশি, জেলা ও রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এবং শিশু,কিশোরদের জন্য কাজ করে থাকে এমন স্বেচ্ছাসেবী সংস্থা,মানবাধিকার সংগঠন গুলির কাছেও আমাদের অনুরোধ, এমন ঘটনা রুখতে সক্রিয় ভুমিকা পালন করুক। এগিয়ে আসুন। গড়ে তুলুন জনমত।