ইয়েতির অপর নাম #তুষারমানব। #রহস্যময় এই #ইয়েতি #হিমালয় অঞ্চলের এক কল্পিত জীব। এই জীবকে মানুষের মত দ্বিপদ মনে করা হয়। ইয়েতি শব্দের মানে "পাথুরে ভাল্লুক"। তবে এদের ভিন্ন ভিন্ন নামেও ডাকা হয় যেমন- ‘মেহ-তেহ’, যার মানে হলো মানুষ-ভল্লুক! ‘মি-গো’, মানে #বনমানুষ! ‘ক্যাং আদমি’ বা 'তুষারমানব', মিরকা বা আদিম মানুষ ‘জোব্রান’ বা #মানুষখেকো ইত্যাদি। একসময় তিব্বত, ভূটান, ভারত এবং নেপালের স্থানীয় অনেক গোত্রে ইয়েতিকে শিকারের দেবতা হিসেবে পূজা করা হতো। পৃথিবীতে ইয়েতির অস্তিত্ব আছে কি ? বিস্তারিত জানুন ভিডিওতে...