বড়জোড়ায় ফের জটিল খনি জট! চাকরি ও পূনর্বাসনের দাবীতে অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের।

Bankura24x7 2020-06-25

Views 21

#বাঁকুড়া২৪X৭প্রতিবেiদন : বড়জোড়ার কলিয়ারি জট ফের জটিল হতে চলেছে। গত কাল জেলার খনি পরিচালন কমিটির বৈঠকে শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করে শ্রমিক অসন্তোষ মেটানোর জন্য আগামী ৩০ জুন বৈঠকে দিন ঠিক করার পর আজ থেকে লাগাতার অবস্থান আন্দোলনের নামলেন ট্রান্স দামোদর কোলিয়ারির বাস্তুহারা ও জমিহারা গ্রামবাসীরা। বড়জোড়াত চুনাপোড়া গ্রামের বাসিন্দারা এদিন বিক্ষোভ মিছিল করে খনি গেটে এসে অবস্থানে বসেছেন। যাদের মধ্যে সিংহভাগ আছেন মহিলা। গ্রামবাসীদের অভিযোগ খনি কতৃপক্ষ দালালদের সাথে আঁতাত করে বাস্তুহারাদের চাকরি ও পূনর্বাসন প্যাকেজ থেকে বাঞ্ছিত করার চেষ্টা চালাচ্ছেন তার প্রতিবাদে এবং জেলা শাসক আগে বাস্তুহারা,জমিহারাদের চাকরি ও পূনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও তা আজও কার্যকরী হয়নি। তাই তা যতদিন না কার্যকরী হচ্ছে ততদিন গ্রামের মানুষের আন্দোলন চলবে বলেও জানান তারা।
বড়জোড়ার এই খনির জট খোলার ক্ষেত্রে এই গ্রামবাসীদের দাবীকে অগ্রাধিকার যে দিতেই হবে। নইলে খনি বন্ধ রাখতে হবে প্রশাসনের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই ফের আবস্থান বৈঠকে সামিল হলেন গ্রামের মানুষ। এমন কি খনি কর্তৃপক্ষ দালালদের সাথে আঁতাত করলে তাদের কোরনা হবে এমন অভিষাপ দেওয়া প্ল্যাকার্ডও নজরে পড়ল এদিন। এখন দেখার শেষ পর্যন্ত এই খনি জট খুলতে কী ভুমিকা নেয় প্রশাসন। সে দিকেই তাকিয়ে সাবাই।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS