General holiday ends on May 31 in Bangladesh । বাংলাদেশে সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩১ মে

BizHut 2020-05-27

Views 31

বাংলাদেশে সাধারণ ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে ১৫ই জুন পর্যন্ত গণপরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি জানান, ৩০শে মে'র পর থেকে থেকে সাধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে ৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

Share This Video


Download

  
Report form