সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু, ৯ জানুয়ারী ২০১৬

Rezowan 2020-05-27

Views 1

19 people were killed in separate road accidents in 9 January 2016
সড়কে আবারো মৃত্যুর মিছিল। দুর্ঘটনায় আজ প্রাণ হারালো ১৯ জন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। এরমধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে বাস-ট্রাক সংঘর্ষে ভূমিমন্ত্রীর ছেলেসহ ৮ জন নিহত হন। আর চুয়াডাঙ্গায় মৃত্যু হয় তিন জনের। এছাড়া, রাজধানীসহ বিভিন্নস্থানে প্রাণ হারিয়েছেন আরো ৮ জন।

সড়ক দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছেনা। শীতের দীর্ঘ সময় পর হঠাৎ ঘনকুয়াশায় এবার মহাসড়কে প্রাণ গেলো অনেকের। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে বাস-ট্রাক সংঘর্ষে ভূমি মন্ত্রীর ছেলে শরীফ রানাসহ ৮ জন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দু’টি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহের ভালুকা, ব্রাহ্মনবাড়িয়ার কসবা, জয়পুরহাটে, পাবনা, কুমিল্লা, ঝালকাঠি ও চট্টগ্রামের হাটহাজারীতে মারা গেছে আরো ৭ জন।

এদিকে রাজধানীর পল্লবীর কালশী রোডে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে সুমন নামে এক শিশু নিহত হয়েছে। এসময় স্থানীয়রা সড়কটির উপর স্পীড ব্রেকার নির্মানের দাবিতে অবরোধ সৃষ্ঠি করে। পরে কতৃপক্ষের আশ্বাসে শান্ত হয় বিক্ষুদ্ধরা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS