অপহরণের পর শিশু হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল কুমিল্লা। ঘটনার পর ৪ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।
অপরাধের জনপদে পরিনত হচ্ছে কুমিল্লা। এক মাসের মধ্যে খুন হয় ৪ শিশু। এরপরই ঘটে শিশু ইব্রাহিম হত্যার ঘটনা।
জেলার বরুড়ার সৌদি প্রবাসী আবুল কাশেমের ছেলে ইব্রাহিম নিখোঁজ হয় ৩০ মার্চ। ২ এপ্রিল একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এনিয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। আর পুলিশ বলছে অপরাধীকে গ্রেফতারে চেষ্টা চলছে।
অপরাধীদের সনাক্তে প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে সব ধরণের সহায়তা করা হচ্ছে।