Ma tumi amar age jeyona go more এই গান শুনেই কাঁদে হাজারো মানুষ।মা তুমি আমার আগে যেওনা গো মরে _

Jabed Habib 2020-05-26

Views 24

মা তুমি আমার আগে,
যেওনা গো মরে।।
আমি কেমন কিরে দেবো মাটি,
তোমার কবরে।।
মা তুমি আমার আগে,
যেওনা গো মরে।।

নরম বিছানায় তুমি থাকো মাগো
বসলে বস শীতল পাটিতে
আমি কেমন করে সেই তোমাকে
মা শোয়াব গো শক্ত মাটিতে
শোয়াব গো শক্ত মাটিতে।
দশ মাস দশ দিন ধরে
যে আমাকে রেখেছ মা
তোমার জঠরে।
তুমি আমার আগে
যেওনা গো মরে।

অনেক আদরের ছেলে তোমার আমি
একলা ফেলে দূরে থাকো না
আমি কেমন করে দিন কাটাব মা
তোমায় ছেড়ে ভেবে দেখ না
একবার তুমি ভেবে দেখ না।
এই পৃথিবীর আলো আমায় যে দেখাল
তাকে মাটি দেবো কি করে
তুমি আমার আগে যেওনা গো মরে
মা তুমি আমার আগে
যেওনা গো মরে।
আমি কেমন করে দেব মাটি,
তোমার কবরে।।
মা তুমি আমার আগে,
যেওনা গো মরে।।।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS