ছোট বেলায় ছয় ক্লাস পড়েই চাকরি।। মাধ্যমিকের পর সরকারি চাকরি।।Can I Get Job After 10th?Job Advance.

Chiranjit Pal 2020-05-25

Views 2

এগুলো না জানা থাকলে হয়তো কিছুই জানা হয়ে উঠবে না আর এগুলো জানা থাকলে হয়তো সব ব্যাপারটাই সহজ হয়ে উঠবে। ক্লাস
পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে। এই ক্লাসে যারা ভালো স্কোর করেছে তারাই চাকরির পরীক্ষায় এগিয়ে আছে। অংক , ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো ভালো ভাবে পরতে হবে। ২ বছরে সময় নিয়ে প্রস্তুতির জন্য তৈরি হতে হবে। প্রতিটি জিনিস খুব ভালো করে শিখতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। কোনো টিচারের কাছে পড়লে তার ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে হবে, শুধু নোট মুখস্থ করলেই হবে না।
সমস্ত ধরনের বাধা জয় করার বিশেষ টেকনিক শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS