বিশ্বের অদ্ভুত কিছু ভবিষ্যদ্বাণী || There are some strange future prophecies in the world
পৃথিবীতে যটে যাওয়া অদ্ভুত কিছু ভবিষ্যৎ বানী|There are some strange future prophecies in the world ভবিষ্যতের ভাবনা ভাবাই বুদ্ধিমানের কাজ।প্রতিনিয়ত মানুষ নানা বিষয় ভাবে যার মধ্যে থাকে অতীত,বতমান ও ভবিষ্যৎ।পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যারা তাদের নিজ কমস্থলের সাফল্যের সাথে প্রত্যক্ষ করে ফেলেছেন ভবিষ্যৎ। যাদের চিন্তাশক্তি ঠিক বাস্তবে রুপ নিয়েছিলো। এমন কিছু ভবিষ্যতবানী নিয়ে সাজানো আজকের ভিডিও।