মেলেনি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা!জঙ্গলমহলে লকডাউনে একাই বাঁচার লড়াইয়ে সামিল বৃদ্ধা সেফালী মাহাতো।

Bankura24x7 2020-05-18

Views 42

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (সঞ্জয় ঘটক, সারেঙ্গা) : লকডাউনে চেনা শহর থেকে অচেনা গ্রামের স্বাভাবিক ছন্দ হারিয়ে গেলেও সদর শহর থেকে ৭০ কিমি দুরে সারেঙ্গার গোপালডাঙ্গায় বৃদ্ধা সেফালী দেবীর জীবন সংগ্রাম থেমে নেই এতটুকু! ফুটি ফাটা খড়ের জ্বরাজীর্ণ কুঁড়ে ঘরে রোদ,বৃষ্টি, মাথায় নিয়েই চালিয়ে আসছেন বেঁচে থাকার লড়াই। সত্তোর্ধ এই বিধবা বৃদ্ধা না পান বিধবা ভাতা,না পান বার্ধক্যভাতা। তবুও দিন গুজরানের খরচ এতদিন বন থেকে কাঠ, পাতা,কুড়িয়ে কোনোক্রমে চালিয়ে নিচ্ছিলেন। লকডাউনে সেটাও বন্ধ! তাই তার জীবন যাপনের লড়াই দিন,দিন আরও কঠিন হয়ে আসছে। এই অবস্থায় তার বেঁচে থাকার লড়াইয়ে শরিক হতে সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন আমাদের মাধ্যমে।
লকডাউনের এই কঠিন পরিস্থিতিতে সেফালী দেবীর পাশে দাঁড়ানোর জন্য আমরাও আবেদন রাখলাম আমাদের দর্শকদের কাছে, সেই সাথে জেলা ও ব্লক প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যেন ওনার বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার ব্যবস্থা করা হয়। লকডাউনে সেফালী দেবীর মতো অনেকেই একাই বাঁচার লড়াই লড়ে চলেছেন নিভৃতে। এমন কোনো ঘটনা আপনাদের নজরে পড়লে জানান আমাদের। আমরাও তার লড়াইয়ের শরিক হয়ে তাকে জেতাতে চাই। আর এই কাজে সহযোগী হিসেবে পাশে চাই আপনাদেরও। এমন লড়াইয়ের সাথী হতে আপনিও এগিয়ে আসতে পারেন। স্বাগত আপনাকেও।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS