#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : স্যোসাল সাইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে আপত্তি কর পোস্ট, আশালীন ভাষায় আক্রমণ ও কুৎসা রটানোর দায়ে বড়জোড়া থানার পুলিশ এক যুবকে গ্রেপ্তার করল। ধৃত যুবকের নাম বলরাম প্রামাণিক। তৃণমূলের দাবী এই যুবক বিজেপির সমর্থক। ফেসবুকে এই যুবকের পোস্ট দেখেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় তৃণমূল নেতা সুখেন বিদ ও তৃণমূল ব্লক সভাপতি অলোক মুখোপাধ্যায় এই যুবকের নামে বড়জোড়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতেই আভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, এই ঘটনায় তৃণমূল এই এই যুবকের সাথে বিজেপি যোগের অভিযোগ তোলায় বিজেপি নেতা সুজিত আগস্তি সাফ জানিয়ে দিয়েছেন, অভিযুক্ত যুবক বিজেপির সাথে কোনো ভাবেই যুক্ত নয়। তার মস্তিষ্ক বিকৃতি থেকেই সে এমন কান্ড করে থাকতে পারে বলেও জানিয়েছেন সুজিত বাবু।
এদিকে,আজ ধৃত যুবককে বাঁকুড়া আদালত জামিন মঞ্জুর করে বলেও জানা গেছে।