এখন ও মাঝে মাঝে | Akhono Majhe Majhe | Lyrics | Mithun Saha | Asif Abar | Bangla Song 2020
bangla new song
bd new song
bangla sad song
Lyrics videos
এখন ও মাঝে মাঝে, মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে
এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এই প্রাণ এই মন কেদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনারই চরে
এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনার চরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এখনও মাঝে মাঝে, মাঝ রাত ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে