লকডাউনে পাখিরা কেমন আছে ? অপূর্ব ব্যানার্জী তিরুপতি চক্রবর্তী

the koulal 2020-05-11

Views 1

সারা বিশ্বে এই সময়ে দুটি বহুল চর্চিত শব্দ হলো করোনা ভাইরাস আর লকডাউন। বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন হলো এখনও পর্যন্ত সেরা পথ।মানুষ তাই লক্ষ ক্ষতি স্বীকার করেও ঘরবন্দি। তবে বিপুল ক্ষতি যেমন হচ্ছে তেমনি কিছু ভালো দিকও লকডাউনে উঠে এসেছে।বিশেষকরে পাখিরা এখন অনেক বেশি নির্ভয়। বাড়ির আনাচে কানাচে শোনা যাচ্ছে তাদের কলকাকলি।বিকেলের আকাশে স্বচ্ছন্দে উড়ে বেড়াচ্ছে।গোধূলির আলোয় সারি বেঁধে ফিরে যাচ্ছে তাদের আপন কুলায়ে।ওরা যে আমাদের অতি নিকট প্রতিবেশী এই কথাটাই আমরা এতোদিন ভুলে গিয়েছিলাম।এখন পাখিরাই জানান দিচ্ছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS