আমাদের সংগঠনের উদ্দেশ্য
মসজিদের প্রয়োজনীয় ছোট ছোট সামগ্রী যেমন টুপি,মেসওয়াক,পাপোস,ঝাড়ু ইত্যাদি সামগ্রী প্রয়োজনীয় ব্যবস্থা করা।
বিত্তশালীদের কাছ থেকে ত্রান সংগ্রহ করে দরিদ্রগ্রস্থদের নিকট পৌছে দেওয়া। ( যারা দিতে ইচ্ছুক)
মসজিদের আংজ্ঞিনা পরিস্কার করা, টয়লেট টিসুর ব্যবস্থা গ্রহন করা, বিভিন্ন সময় কারেন্টের বিভিন্ন সমস্যা সমাধান করা।
সাধারন ও ধর্মীয় দরিদ্রগ্রস্থ মেশাবী শিক্ষার্থীদের পড়াশোনার সু-ব্যবস্থা করা।
বিভিন্নরকম প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া।
দরিদ্র কন্যাদায়গ্রস্থ বাবাদের মেয়েদের বিয়ে টাকার অভাবে বিয়ে না হলে সে ব্যবস্থা গ্রহন করা।
গাছ লাগানো মাধ্যমে প্রকৃতিক ও সামজিক কল্যান মূলক কাজ করা হয়ে থাকে।
শীতকালে শীতবস্ত্র বিতরন কর্মসূচি পালন করা হয়।
যদি কেউ হিলফুল ফুযুল সংগঠনে সাহায্যের হাত বাড়াতে ইচ্ছুক থাকেন তাহলে নিচে ফোন নাম্বার এবং আমাদের ফেইসবুক পেইজ লিংক দেওয়া হলো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
মোবাইল ঃ ০১৭৯১৯৯৭৯৯১
ফেইসবুক পেইজ লিংক ঃ https://bit.ly/3b6DsHi