আত্মবিশ্বাস মানুষের ভেতরকার এমন এক ক্ষমতা, যা দিয়ে মানুষ কঠিন কাজ সহজেই করে ফেলতে পারে, অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলা যায়। ‘আমি পারবো’ এই একটি কথা মনেপ্রাণে বিশ্বাস করার নামই আত্মবিশ্বাস। একটা গল্প মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে, একদা এক লোক একটা বিশাল হাতিকে ছোট এক দড়ি দিয়ে বাঁধতে দেখে আরেকজন তাকে কারণ জিজ্ঞেস করলে হাতির মালিক যা বললেন শুনলে আপনি অবাকই হয়ে যাবেন। হাতির মালিক বললেন, ছোটবেলা থেকেই হাতির পায়ে এমন দড়ি দিয়ে বেঁধে রাখতাম, তখন তো হাতি ছোট ছিল তার এই দড়ি ছেঁড়ার ক্ষমতা ছিল না, আস্তে আস্তে হাতি বড় হয়েছে ঠিকই কিন্তু তার মধ্যে সেই আত্মবিশ্বাস জন্ম নেয়নি যে সে এখন এই দড়ি ছেঁড়ার মত শক্তিশালী! এটাই আত্মবিশ্বাসের ক্ষমতা। আত্মবিশ্বাস নয় নিজের মধ্যকার ক্ষমতার কারনেই পৃথিবীতে এতো এতো ভালো কাজের উদাহরন রয়েছে।
এই পৃথিবীতে সব মানুষ কিন্তু আত্মবিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে না। এই আত্মবিশ্বাস জন্মানোর জন্য মানুষকে কিছু কাজ বা অনুশীলন করতে হয়। আত্মবিশ্বাস জন্মানোর বা বাড়ানোর জন্য নিয়মিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন নিশ্চয় ভাবছেন, সবই তো বুঝলাম কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কী উপায় তাতো জানি না??