কবরে অক্ষত লাশ || Intact Dead body In Grave || সাহাবীর অক্ষত লাশ

Tazkia Tv 2020-05-05

Views 31

সিরিয়ার ইরবিদে শিশুর অক্ষত লাশ || বহু বছর পরেও কবরে অক্ষত থাকা ৩টি এক্সক্লুসিভ লাশ || Intact Dead body In Grave After Many Years || Exclusive 3 Dead body || সাহাবীর অক্ষত লাশ ||

#IntactDead #অক্ষতলাশ #Samudera #সাহাবীর_লাশ #কবর #IntactDeadbody

1. ইমাম সামুদেরা: ১৪ জানুয়ারী ১৯৬৯ ইন্দোনেশিয়ার সেরং প্রদেশের কাম্পং লোপাঙ্গেদে জন্মগ্রহণ করেন ইমাম সামুদেরা। তিনি মৃত্যুবরণ করেন ৯ অক্টোবর ২০০৮। ২৬ জুলাই ২০১৮ রাস্তার প্রশস্ততা বৃদ্ধির কারণে তার স্মৃতিসৌধটি অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হয়। এ সময় কবর খুঁড়ে দেখা যায়, তাঁর মৃতদেহ সম্পূর্ণ অক্ষত, অমলিন। যেন এইমাত্রই তাকে কবরস্থ করা হয়েছে।

2. দুই বছর আগে সিরিয়ার ইরবিদে কবর দেয়া এক শিশুর কবর স্থানান্তর করতে গেলে দেখা যায় ঘুমন্ত নিস্পাপ শিশুর সুন্দর নিথর একটি দেহ পড়ে আছে। যেনো এইমাত্র কোনো শিশু মায়ের আঁচল বিছিয়ে ঘুমিয়ে পড়েছে। মুখের হাসিটিও যেন অমলিন। কতো যে সুন্দর, পবিত্র!

3. রাসূল (স) এর সাহাবী হযরত জুহাইয়ের বিন কায়েছ(রা)কে। সৌদি আরবে মেশিন দিয়ে সংস্কার কাজ চলাকালে সাড়ে ১৪শত বছর আগে কবর দেয়া হযরত জুহাইয়ের বিন কায়েছ(রা) এর মাথা মোবারক অসাবধানতাবশত কবর থেকে উঠে আসে। মেশিনের আঘাতে সেই মাথা মোবারক থেকে তাজা রক্ত ঝরতে দেখা যায়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS